বিষয়বস্তু

Journey to Fluent Japanese (01) - The Start

সূচনা

অবশেষে সিদ্ধান্ত নিলাম এখন থেকে গুরুত্ব সহকারে জাপানি ভাষা শিখব। একসময় প্রচুর অ্যানিমে দেখতাম আমি, জাপানি ভাষার প্রতি আগ্রহী হয়ে উঠার পেছনে এটাই একটা কারণ। জাপানিজ শেখার প্রথম চেষ্টা করেছিলাম ছয় বছর আগে, ২০১৭ সালে। কিন্তু খুব বেশিদূর আগাতে পারিনি তখন, কয়েকদিনের মধ্যেই হাল ছেড়ে দিয়েছিলাম। প্রথম প্রচেষ্টার পর গত কয়েক বছরে আরও তিনবার চেষ্টা করেছিলাম ভাষাটা আয়ত্ব করার, কিন্তু ফলাফল প্রথমবারের মতই ছিল। এই ব্যর্থতার জন্য আমি আমার সিরিয়াসনেসের অভাব এবং প্রোক্র্যাস্টিনেশন করাকে দায়ী করব। কিন্তু শেষ পর্যন্ত ঠিক করলাম ভাষা শিক্ষাকে এখন থেকে সিরিয়াসলি নিব।

আমার যা জানা আছে

  • প্রচুর অ্যানিমে দেখার কারণে আমার অলরেডি ২ বছরের মতো বেশ ভালো জাপানিজ লিসেনিং করা আছে।

  • আগের শেখার প্রচেষ্টা থেকে আমার 300টির মতন জাপানিজ শব্দ জানা আছে।

  • আমি হিরাগানা আর কাতাকানার সাথে পরিচিত। কিন্তু সেগুলো অনর্গল পড়তে পারি না, বিশেষ করে কাতাকানা।

  • আমি ১৫০টার মতন কানজির মানে জানি, কিন্তু সেগুলো পড়ছে ও লিখতে পারি না (কয়েকটা বাদে)।

  • আমার ৭-৮টা খুব বেসিক লেভেলের গ্রামার নিয়ম জানা আছে।

বর্তমান রোডম্যাপ

  • কানা: প্রথমে, হিরাগানা আর কাতাকানা একবার রিভাইজ দিব যাতে সেগুলো অনর্গল পড়তে কোনো সমস্যা না হয়। এই জন্য এই Anki ডেকটা ব্যবহার করব।

  • ভোকাবুলারি: রিফল্ডের এই JP1K ডেক ব্যবহার করে ১০০০টি সবচেয়ে বেশি ব্যবহৃত জাপানিজ শব্দ শিখব। ইচ্ছা আছে দৈনিক ১৫টা করে নতুন শব্দ শেখার, এতে এক হাজারটা শব্দ শিখতে দুই মাসের একটু বেশি সময় লাগবে।

  • কানজি: হেইজিগের RTK মেথড ব্যবহার করে প্রতিদিন ১০টা করে কানজি শিখব প্রথম দিন থেকেই। শেখা বলতে সেগুলোর মিনিং এবং কিভাবে লিখতে হয় সেটা, পড়া নয়। এই গতিতে ২২০০টা কানজি শেষ করতে ৮ মাসের মতন লাগার কথা।

  • গ্রামার: ১০০০টা শব্দ শেখা হলেই গ্রামার শিখতে বসব। গ্রামার শেখার জন্য আমি Genki সিরিজের টেক্সটবুকগুলো ব্যবহার করব। দুইটা বই (ওয়ার্কবুকসহ) শেষ করতে ৫ মাস সময় লাগতে পারে বলে ধারণা করছি।

সময়সীমা

TimeFrame

পরিশেষ

ভাষা শেখা আমার একটা শখ। ভয় হচ্ছে জীবনের অন্যান্য দায়িত্ব-কর্তব্য যেনো এই পথে বাধা না হয়ে দাঁড়ায়। তাই চেষ্টা করতে হবে দৈনন্দিন জীবন আর এই ভাষা শেখার মধ্যে একটা ব্যালান্স খুঁজে পাওয়ার। এতক্ষণ যা বললাম সেটা আমার আইডিয়াল গতি, এখনো এটা চিন্তা-ভাবনার পর্যায়েই রয়েছে। যদি দেখি যে চাপ বেড়ে যাচ্ছে, তাহলে নতুন শব্দ ও কানজি শেখা কমিয়ে বা বন্ধ করে দিতে পারি যাতে রিভিউগুলো মিস না যায়।

ভিডিও